চতুর্থ দিনেই বড় ধাক্কা খেল প্রভাসের ‘দ্য রাজা সাব’
ভারতের প্যান ইন্ডিয়া তারকা প্রভাস। ‘বাহুবলী’, ‘রেবেল’, ‘সালার’খ্যাত এই অভিনেতার সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘দ্য রাজা সাব’। বক্স অফিসে ছবিটি প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি ঘরে তুলেছিল। কিন্তু চতুর্থ দিনে এটি বক্স অফিস আয়ে বেশ হতাশই করেছে।
প্রথম দিনে বড় অঙ্কের আয়ের পরও চতুর্থ দিন শেষে ছবিটি ২০০ কোটির ঘর টপকাতে পারেনি। এমনকি সোমবার (১২ জানুয়ারি) ভারতীয় বক্স অফিসে মোটে ৬ কোটি ৬০ লাখ রুপির ব্যবসা করেছে ছবিটি।
ভারতের বাজার থেকে ‘দ্য রাজা সাব’ ৩ দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। কিন্তু সোমবার এক ধাক্কায় ছবির আয় অনেকটাই কমেছে, যা এক অঙ্কের সংখ্যায় এসে ঠেকেছে। ফলে মুক্তির প্রথম ৪ দিনে ভারতীয় বক্স অফিসে প্রভাসের সিনেমার মোট আয় হয়েছে ১১৪ কোটি ৬০ লাখ রুপি। আর বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমাণ ১৮৩ কোটি রুপি। ছবির নির্মাতা এমনটাই জানিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) সারাদিনের মধ্যে রাতের শোতেই বেশি সংখ্যক দর্শক এ ছবিটি দেখেছেন। এদিন গোটা ভারতে সবচেয়ে বেশি দর্শক ছিল হায়দরাবাদে। আর সাধারণভাবেই হিন্দির তুলনায় ছবিটির তামিল ভাষার সংস্করণ থেকে সবচেয়ে বেশি আয় এসেছে।
প্রসঙ্গত, ‘দ্য রাজা সাব’ ছবিটি পরিচালনা করেছেন মারুথি। হরর-কমেডি ঘরানার এই ছবির মুখ্য ভূমিকায় প্রভাস ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সঞ্জয় দত্ত, বোমান ইরানি, ঋদ্ধি কুমার, নিদ্ধি আগরওয়ালের মতো তারকারা অভিনয় করেছেন।
শুরুতে ছবির ট্রেলার দেখে অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো বলিউড ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া’র নকল। তবে ছবির নির্মাতা জানিয়েছিলেন, রাজবাড়ি এবং ভূত- এই দুই ক্ষেত্রে মিল থাকলেও কাহিনি একদম আলাদা। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।

